নিউজ ডেস্কঃ মেহেরপুরে দুইজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে অন্যজন বার্ধক্যজনিত কারণে। শনিবার (১০ জুলাই) সকালে তাদের মৃত্যু হয়। এরা হলেন-মেহেরপুর সদর উপজেলার তেঘড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও একই উপজেলার ইসলামপুর গ্রামের মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন। আব্দুল মান্নান করোনা আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং রফিজ উদ্দিন নিজ বাড়িতে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
তেরোঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ২ জুলাই মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।শনিবার ভোরে তার মৃত্যু হয়। আবদুল মান্নান দুই স্ত্রী, এক ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে। এদিকে মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের ইসলামপুর গ্রামের খোকা সরদারের ছেলে রফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন। রফিজ উদ্দিন স্ত্রী, ৪ ছেলে, ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে দাফন করা হবে। তবে এখন পর্যন্ত সময় জানা যায়নি।