নিউজ ডেস্কঃ গত ১০ মাসে ভারত থেকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দেশে আনার পথে আটক ৪ কোটি ২৩ লাখ ৭৯ হাজার টাকার মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ জুলাই) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে বুলডোজার দিয়ে এসব মাদক ধ্বংস করা হয়। মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন- বিজিবির খুলনার সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, অতিরিক্ত পরিচালক মেজর রেজা আহমেদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল অফিসার ফরিদ উদ্দীন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০২১ সালের ১০ জুলাই পর্যন্ত ভারত থেকে চোরাই পথে আসা ১৪ হাজার ১৫৪ বোতল ফেনসিডিল, এক হাজার ১১৮ বোতল বিভিন্ন প্রকার মদ, ২৪৮ কেজি গাঁজা, ৬৪ হাজার ১৫৪ পিস ইয়াবা ও ২৯ হাজার ১২৫ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় জব্দ ও বিনষ্ট করা হয়।