নয়ন মন্ডলঃ খুলনায় ডুমুরিয়া উপজেলার অত্যন্ত ঝুঁকিপূর্ণ শোলমারী সুইচগেট রক্ষায় এর উপর দিয়ে যাতে ইট, বালু বোঝাই ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করতে না পারে তারজন্য পানি উন্নয়ন বোর্ডের পোতা কংক্রিটের ভারী খুঁটি উঠিয়ে ফেলেছেন এক ভাটা ব্যবসায়ী। গতকাল শনিবার স্থানীয় একজন প্রতিনিধির উপস্থিতিতে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে কাজ করা হয়েছে বলে জানাগেছে । মুলত ব্যবসায়ীদের বালি ও ইটের ট্রাক চলাচলের সুবিধার্থে একাজ করা হয়েছে বলে অভিযোগ। জানা যায় ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার ডজনখানেক মৌজার কয়েক হাজার হেক্টর জমির জল নিস্কাষন ও চাষাবাদের জন্য শোলমারী ১০ গেটের সুইচ গেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্ত এই গেটের উপর দিয়ে প্রতিদিন বালু ও ভাটা ব্যবসায়িদের ইট ও বালু বোঝাই ভারী যানবাহন চলাচলের কারনে গেটটি জরাজীর্ন হয়ে পড়ে । ফলে যেকোন সময় এটা ধসে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে । বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গত ১১ জুলাই গেটের উপর একটি ঢালাই (কংক্রিট) খুঁটি পুঁতে দেয় ভারী ট্রাক চলাচল বন্ধ করার জন্য।
যদিও সরকারিভাবে সুইচ গেটের উপর ব্যারিকেড তৈরী করায় ব্যবসায়িরা বিকল্প রাস্তা ব্যবহার করছিল। কিন্ত তা স্বত্বেও জনস্বার্থকে উপেক্ষা করে শুধুমাত্র ইট ও বালু ব্যবসায়ীদের সুবিধার জন্য আবারও খুলে দেওয়া হল ব্যারিকেডটি। আজ শনিবার বিকেলে ভাটা ব্যবসায়ী ও গাজী তৌহিদ ও গুটুদিয়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান সকল বাধা উপেক্ষা করে ঐ খুটি তুলে ফেলে দিয়েছে বলে জানাগেছে । যদিও এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আবুল হাসান বলেন এই মহামারি কালীন সময়ে এম্বুলেন্স ও পুলিশের গাড়ি যেতে পারছিল না তাই খুটি উঠিয়ে ফেলেছি । তবে তিনি আশ্বস্থ করে বলেন কোনো রকম বালির গাড়ি বা ইটের গাড়ি সুইচ গেটের উপর দিয়ে চলতে দেওয়া হবে না। যদিও এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আসরাফুল আলম নিউজ৭১ কে বলেন ট্রাক চলে গেটের যদি কোন ক্ষতি হয় তার সকল দায়ভার ওই চেয়ারম্যানসহ যারা খুঁটি উঠিয়ে ফেলেছে তাদের ওপর বর্তাবে। তবে খোঁজ নিয়ে জানাগেছে গেটের খুঁটি উঠানোর পর থেকেই ভারী ট্রাক চলাচল শুরু হয়েছে।