নিউজ ডেস্কঃ কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১২ জন করোনাক্রান্ত ও ৮ জন উপসর্গসহ ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৯শ ৮৮টি নমুনা পরীক্ষা করে ২০৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২১ শতাংশ।
হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, এখন হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ১৮৩ জন আর উপর্সগ নিয়ে ৬৭ জন মোট ২৮৫ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমাদের নানা প্রতিকূলতার মধ্যেও করোনা রোগীদের সর্বোচ্চ সেবা দিচ্ছেন চিকিৎসকরা। এ সময়ে গ্রামাঞ্চলে সংক্রমিত রোগীদের অসচেতনতাকে অধিক মৃত্যুহারের জন্য দায়ী করছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বলেন, তারা আক্রান্ত হয়েও সময় মতো নমুনা পরীক্ষা না করা এবং অক্সিজেন লেভেল একেবারে নিম্নপর্যায়ে এসে ঠেকে যাচ্ছে তখনই আসছেন হাসপাতালে। হাসপাতালে আসার পর এসব রোগীদের সব ধরনের চিকিৎসা দিয়েও রক্ষা করা যাচ্ছে না।