নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার (১০ আগষ্ট) খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া বর্বরোচিত হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পৃথকভাবে পরিদর্শন করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন স্থানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী উপস্থিত জনগনের উদ্দেশ্যে বলেন, “বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় জাতীর পিতার সোনার বাংলাকে সুন্দরভাবে পরিচালনা করছেন। তিনি এ দেশকে মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক মুল্যবোধ ও জঙ্গিবাদ মুক্ত সৌহার্দ্য, সম্প্রিতির দেশে পরিণত করেছেন।এদেশের মানুষের মধ্যে বংশানু্ক্রমে চলে আসা সম্প্রীতিকে কেউ নষ্টের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে শান্ত থাকা ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলার আহবান জানান। নেতৃবৃন্দ আশা করেন অচিরেই শিয়ালীতে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আলোকে নিয়ে এসে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি যথাক্রমে এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. এম এম মুজিবর রহমান, এ্যাড. রবিন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, বি এম সালাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, মোঃ রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারন সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ণ, প্রচার সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, আইন সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা অসিত বরন বিশ্বাস, তারিক হাসান মিন্টু, মোজাফফর মোল্লা, শিউলি সারোয়ার, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, জামিল খান, আসলাম খান, সরদার আবুল কাশেম ডাবলু, মানিক উজ্জামান অশোক, হোসনেয়ারা চম্পা, সরদার জাকির, শেখ মোঃ আবু হানিফ, ডা: শ্যামল দাস, সাধন অধিকারী, চঞ্চল মিত্র , রকিব উদ্দিন, দেব দুলাল বাড়ই বাপ্পি, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, ছাত্রলীগ নেতা মনির হোসেন, মনিরুজ্জামান মনি, মাহবুব রহমান, সোহেল জুনায়েদ, আব্দুর গফফর, বিধান চন্দ্র রায়, আবু আহাদ হাফিজ বাবু, রেজাউল করিম রেজা, মারুফ হোসেন, রশিদ, মিরাজুল ইসলাম , খাইরুল বাশার, রাসেল, বাধন হালদার, সাইফুল ইসলাম সাইফ প্রমূখ।