নিউজ ডেস্কঃ যশোর শহরের একটি আবাসিক হোটেল থেকে মাদকদ্রব্যসহ পুলিশের দুই কনস্টেবলকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল, ১০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি চারটি পাইপ এবং লাইটার উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) দিনগত রাতে তাদের আটক করা হয়। আটক দু'জন হলেন-মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০)। আটক মুজাহিদ যশোরের চাঁচড়া ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি বাগেরহাট জেলার জয়গাছি গ্রামে। এছাড়া মুজাহিদের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, কনস্টেবল মুজাহিদ (কং-১৭৩৪) ও আজম মোল্যা (কং-১৩১১৬) যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কসবা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলম সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। তারা দুই জন মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আটককৃতের মধ্যে মুজাহিদ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কমর্রত এবং সাময়িক বরখাস্ত বলেও জানান ওসি তাজুল।