নিউজ ডেস্কঃ খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইক চালক মো. জিল্লুর রহমান (৪৫) ও যাত্রী সিয়াম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আরেক নারী যাত্রীসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা দিকে হরিনাটানা থানার হোগলাডাঙ্গা পাওয়ার প্ল্যান্টের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যাত্রী সিয়াম ঘটনাস্থলে মারা যান। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া পর ইজিবাইক চালক জিল্লুর রহমান মারা যান।
আহত দুইজনের মধ্যে ইজিবাইকের নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আহত অপর ব্যক্তির নাম লিটন পান্ডে (৪৯)। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হরিনটানা থানার হোগলাডাঙ্গা পাওয়ার প্ল্যান্টের সামনে যাত্রীবাহী ইজিবাইক ও ট্রাকের সংঘর্ষ হয়। এ সময়ে ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী সিয়াম মারা যান। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফতলা গ্রামের বাসিন্দা জুলফিকারের ছেলে। গুরুতর আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয়। তাদের হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৬টার দিকে ইজিবাইক চালক জিল্লুর রহমান মারা যান। তিনি নগরীর হরিনটানার জয়খালী গ্রামের বাসিন্দা মৃত মো. এমদাদুল হকের ছেলে।