News71.com
 Bangladesh
 24 Sep 21, 11:06 AM
 764           
 0
 24 Sep 21, 11:06 AM

ভারতে পাচার হওয়া ২ তরুণীকে দেশে হস্তান্তর॥

ভারতে পাচার হওয়া ২ তরুণীকে দেশে হস্তান্তর॥

নিউজ ডেস্কঃ ভারতে পাচার হওয়া দুই তরুণীকে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ফেরত আসারা তরুণীরা হলেন- যশোর জেলার মনিরামপুর এলাকার আব্দুস সামাদের মেয়ে খাদিজা খাতুন শাপলা (২২) ও নড়াইল জেলার কালিয়া এলাকার আব্দুল মান্নানের মেয়ে আলোমতি মণ্ডল (২৪)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে। পরবর্তীকালে এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন বলেন, দুই বছর আগে দালাল চক্রের খপ্পরে পড়েন এসব তরুণী। কিন্তু পাচারকারীরা ভালো কাজের প্রলোভন দেখালেও তাদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে। পরে রিটানসোল নামে একটি এনজিও সংস্থা তাদের নিজেদের আশ্রয়ে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাদের ট্রাভেল পারমিটে দেশে ফেরত পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন