নিউজ ডেস্কঃ বাগেরহাটে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় দলীয় নেতাকর্মীদের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) দুপুরে গ্রেফতার দুইজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, শনিবার রাতে বিএনপির সভায় হামলার অভিযোগ এনে পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভুইয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।
ওই মামলায় হাফিজ খান ও রিপন তালুকদার নামের দুইজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় দলীয় নেতাকর্মীরা হামলা করে। বিএনপির অফিসে ভাঙচুর চালায়। তখন বিএনপির কার্যালয় থেকে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ন আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম গোড়া, অহিদুল ইসলাম পল্টু, মোল্লা ইসহাক আলীসহ ২৮ নেতাকর্মীকে হেফাজতে নেয় বাগেরহাট মডেল থানা পুলিশ।পরবর্তীকালে রাতে এটিএম আকরাম হোসেন তালিমের মামলায় হাফিজ খান ও রিপন তালুকদারকে গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয় পুলিশ।