নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে বিদেশি জাহাজের ধাক্কায় বালুবোঝাই একটি কার্গো ডুবে গেছে। সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বন্দরের হারবাড়িায়ার-৯ নম্বর বয়া এলাকায় পানামা পতাকাবহী হ্যান্ডিপার্ক নামে একটি জাহাজ কয়লাবোঝাই এম ভি ফারদিন-১ নামে কার্গোকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে কার্গো জাহাজে থাকা তিন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মোংলাস্থ শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স টি হকের সুপার ভাইজার মো. লোকমান হোসেন।
তিনি বলেন, বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে প্রায় ছয়শ টন কয়লা নিয়ে ঢাকায় যাচ্ছিল কার্গো জাহাজ ফারদিন-১। পণ্য খালাস শেষে পানামা পতাকাবহী হ্যান্ডিপার্ক জাহাজ (মাদার ভেসেল) বন্দর ছাড়ার সময় বিপরীত থেকে আসা কয়লাবোঝাই কার্গো জাহাজটিকে ধাক্কা দেয়। এতে কার্গোটি ডুবে যায়। এ সময় অন্য একটি লঞ্চ এসে কার্গোটিতে থাকা ছয় নাবিকের মধ্যে দুই নাবিক ও এক আনসার সদস্যকে উদ্ধার করলেও তিনজন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। মাল্টা পতাকাবাহী বিদেশি জাহাজ এলিনা বির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক খন্দকার রিয়াজ বলেন, সুপার ভাইজার লোকমান হোসেনের কাছ থেকে দুর্ঘটনার খবর শুনেছি। নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে।