নিউজ ডেস্কঃ খুলনায় বিএনপির সিনিয়র নেতাদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। পুলিশের স্বেচ্ছাচারিতার চূড়ান্ত রূপ দেখছি আমরা। পুলিশ নতুন করে বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন, হয়রানিমূলক মামলা ও গ্রেফতার শুরু করেছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় মহানগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা মহানগর ও জেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ নতুন করে তালিকা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিপীড়ন করছে। চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সোমবার ( ২২ নভেম্বর) পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক লাঠিপেটা করে। পুলিশ ৭১ জন নেতাকর্মীকে আহত করে উল্টো বিএনপির ৪১ নেতাকর্মীসহ ৩২০ জনকে আসামি করে পৃথক মামলা করেছে। যার মধ্যে সাতজন গ্রেফতার। গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। এর আগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ২০০ মামলা দিয়ে গৃহহীন করা হয়েছে।