নিউজ ডেস্কঃ খুলনা বিভাগে প্রতিদিনই করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ২ হাজার ১২১ জনের নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ৩৩ দশমিক ৬৬। আগের দিন সংক্রমণের হার ছিল ৩৩ দশমিক ১৯। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, নতুন করোনা শনাক্তদের মধ্যে খুলনা জেলায় ১৮২ জন, যশোরে ১৯৬ জন, ঝিনাইদহে ৭২ জন, কুষ্টিয়ায় ৯৭ জন, নড়াইলে ১৩ জন, মেহেরপুরে ১৩ জন, চুয়াডাঙ্গায় ২৬ জন, সাতক্ষীরায় ৬১ জন, বাগেরহাটে ২৩ জন এবং মাগুরায় ৩১ জন। সাড়ে পাঁচ মাসের মধ্যে এটি এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা। এর আগে গত বছরের ১২ আগস্ট ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। বর্তমানে বিভাগে করোনা রোগী আছেন ৪ হাজার ৮০০ জন। এর মধ্যে ১৫৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।