News71.com
 Bangladesh
 26 Jan 22, 12:33 AM
 379           
 0
 26 Jan 22, 12:33 AM

মেহেরপুরে সিভিল সার্জনসহ ১৪ জন করোনায় আক্রান্ত।।

মেহেরপুরে সিভিল সার্জনসহ ১৪ জন করোনায় আক্রান্ত।।

নিউজ ডেস্কঃ মেহেরপুরের সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেডিক্যাল কর্মকর্তা উম্মে হুমায়রা আয়েশাসহ নতুন ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার মেহেরপুর জেনারেল হাসপাতাল, মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন এন্টিজেন টেস্টের নমুনা দিয়েছিলেন। এর মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্ত অন্যরা হলেন- মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মোখলেসুর রহমান (৪২), বোসপাড়ার কাজী আনিসুজ্জামান (৫৭), সদর থানা পুলিশের সদস্য হাবিবুর রহমান (৩০), শহরের বাসস্ট্যান্ড পাড়ার রমজানুল কবির (৩৬), সিজেএম কোর্টের মনিরুল ইসলাম (৩২), সদর উপজেলার উত্তর শালিকার মারিফুল ইসলাম (২০), শহরের স্টেডিয়াম পাড়ার শারমিন আক্তার (২৭), সদর উপজেলার চকশ্যামনগরের লাইলা (৪০), ট্যাঙরামারির সামসুল হুদা (৬৫), মুজিবনগরের দারিয়াপুর গ্রামের শফিউল ইসলাম, গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের জনি (২৭) ও গাংনীর আতাফত (২৬)। এ বিষয়ে সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, করোনা শনাক্ত হওয়ার পর তিনি সরকারি বাসভবনে আইসোলশনে রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চলছেন। শারীরিকভাবে সুস্থ থাকার কথাও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন