News71.com
 Bangladesh
 06 Feb 22, 12:45 PM
 405           
 0
 06 Feb 22, 12:45 PM

যশোর বিএনপির সমাবেশে পুলিশি হামলা॥ আহত ২৫

যশোর বিএনপির সমাবেশে পুলিশি হামলা॥ আহত ২৫

নিউজ ডেস্কঃ যশোর জেলা বিএনপির সমাবেশে পুলিশি হামলার অভিযোগ উঠেছে। অতর্কিত লাঠিচার্জে অন্তত ২৫ জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে ১০ জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিয়েছেন। শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির কার্যালয়ে যুবদল নেতা আকবার আলী হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ চলছিল।

জেলা যুবদলের সভাপতি তমাল আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশ শুরু হবার সঙ্গে সঙ্গেই পুলিশ এসে লাঠিচার্জ করে। বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত জানান, শান্তিপূর্ণ প্রতিবাদে ডিবি পুলিশের একটি দল এসে বেপরোয়াভাবে লাঠিচার্জ করে। এতে আমাদের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন