নিউজ ডেস্কঃ বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটার গান, পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ইসরাফিল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল সীমান্তের ছোট আচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইসরাফিল বেনাপোল পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বেনাপোল সীমান্তে নাশকতামূলক কাজের উদ্দেশে সন্ত্রাসীরা একত্রিত হয়েছেন- এমন খবরের ভিত্তিতে বেনাপোল পৌর এলাকার ৮ নম্বর ছোট আঁচড়া ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ইসরাফিল হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে ইসরাফিলকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।