News71.com
 Bangladesh
 09 May 22, 06:01 PM
 79           
 0
 09 May 22, 06:01 PM

ঘূর্ণিঝড় অশনি।।সাতক্ষীরায় ৮৬ মেডিক্যাল টিম প্রস্তুত

ঘূর্ণিঝড় অশনি।।সাতক্ষীরায় ৮৬ মেডিক্যাল টিম প্রস্তুত

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় উপকূলীয় জেলা সাতক্ষীরায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে ১৯৭টি সরকারি আশ্রয়কেন্দ্র। এছাড়া ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে চলছে সংস্কার কাজ। সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাশরুবা ফেরদৌস জানান, সোমবার (৯ মে) দুপুরে ভার্চ্যুয়ালি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে জেলার সরকারি ১৯৭টি আশ্রয়কেন্দ্র ধুয়ে মুছে ব্যবহার উপযোগী করা হয়েছে।

এছাড়া ৭৪০টি স্কুল, কলেজ, মাদরাসাসহ অন্যান্য প্রতিষ্ঠান দুর্যোগের সময়ে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে সাড়ে তিন লাখ লোক আশ্রয় নিতে পারবেন। তিনি আরও জানান, স্বাস্থ্য বিভাগের ৮৬টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুর্যোগকালে মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে ট্রলার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। এদিকে সোমবার সকাল থেকে জেলাব্যাপী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সাতক্ষীরা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জুলফিকার আলী জানান, অশনির অগ্রভাগের মেঘমালার কারণে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন