News71.com
 Bangladesh
 09 May 22, 07:08 PM
 554           
 0
 09 May 22, 07:08 PM

বাগেরহাটে গার্মেন্টস কর্মী গণধর্ষণের মূলহোতাসহ আটক ৮।।

বাগেরহাটে গার্মেন্টস কর্মী গণধর্ষণের মূলহোতাসহ আটক ৮।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোংলায় গার্মেন্টস কর্মী গণধর্ষণের ঘটনায় আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  রোববার (০৮ মে) গভীর রাতে রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে র‌্যাব সদস্যরা। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটকরা হলেন- মো. আবুল কালাম আজাদ ওরফে শুকুর (২৪), মো. আসলাম শেখ (২২), মো. জনি শেখ (১৮), মো. মারুফ বিল্লা (২২), মো. হাসান শেখ (২০), মো. রাসেল শেখ (২২), মো. হোসেন গাজী (১৮), মো. রাজু শেখ (২৪)।  আটকদের সবার বাড়ি রামপাল উপজেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাব সূত্রে জানা যায়, রোববার (০৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় গার্মেন্টস কর্মী ওই তরুণী বাড়ি ফিরছিলেন। পথে রামপাল উপজেলার ভাগায় তার বন্ধু হৃদয়ের (২০) এর সঙ্গে দেখা হয়। তার সঙ্গে চেয়ারম্যানের মোড় পর্যন্ত যাওয়ার সময় বাগেরহাট জেলার রামপাল থানাধীন একটি পরিত্যক্ত মাদরাসা মাঠে দেয়ালের পাশে গেলে মো. আবুল কালাম আজাদ ওরফে শুকুর ও মো. আসলাম শেখসহ সাত/আটজন হৃদয়কে মারধর করে ওই তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। দেয়ালের আড়ালে নিয়ে তারা ওই তরুণীকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরে ওই তরুণী ও তার বন্ধু বিষয়টি বাড়িতে গিয়ে তরুণীর মাকে ফোন করে জানায়। ভিকটিমের মা তাৎক্ষণিক ঘটনাটি র‌্যাব-৬ এ অবহিত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন