News71.com
 Bangladesh
 11 May 22, 09:43 PM
 339           
 0
 11 May 22, 09:43 PM

কোস্টগার্ড এখন গার্ডিয়ান অব সি।।স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ড এখন গার্ডিয়ান অব সি।।স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যে কোস্টগার্ডের যাত্রা শুরু হয়েছিল, তা এখন সত্যিকার অর্থে ‘গার্ডিয়ান অব সি’ হিসেবে পরিচিতি লাভ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার (১১ মে) দুপুরে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিত ১টি ফ্লোটিং ক্রেন, ২টি টাগ বোট, ৬টি হাইস্পিড বোট এবং নারয়ণগঞ্জের ডিইডব্লিউয়ে নির্মিত ১টি ইনশোর প্যাট্রোল ভেসেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের বাণিজ্যের নব্বই শতাংশই সাগর পথে সম্পন্ন হয়। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নৌ-সীমানা নির্ধারিত হওয়ায় বঙ্গোপসাগরে বিশাল সম্পদের ভাণ্ডার আমাদের অধিকারে এসেছে। এগুলো আহরণ এবং সাগরে চলাচালরত জাহাজের নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে বহুমূখী পদক্ষেপ নিয়েছে সরকার।

কোস্টগার্ডের জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত এসব জলযান হস্তান্তরের মাধ্যমে তাদের সক্ষমতা আরও বাড়বে। তিনি এসব বোটের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার জন্য নির্মাণকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভেন লিউইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, খুলনা নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন ও বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজিজ এতে সভাপতিত্ব করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন