News71.com
 Bangladesh
 17 May 22, 10:24 AM
 833           
 0
 17 May 22, 10:24 AM

ভেড়ামারায় যুবককে কুপিয়ে জখম।।আটক ৫

ভেড়ামারায় যুবককে কুপিয়ে জখম।।আটক ৫

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় ভেড়ামারায় শত্রুতার জেরে রিপন (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ মে) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের ঢাকা কোচ স্ট্যান্ড সংলগ্ন অটোরিকশা স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরে গুরুতর আহত রিপনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। রিপন ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মধ্যপাড়ার মসজিদ মোড়ের নুরজামানের ছেলে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে সায়েম (২০) নামে এক যুবকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক সায়েম উপজেলার চাঁদগ্রাম পশ্চিম পাড়ার সোহেল রানার ছেলে। ৫০ শয্যা বিশিষ্ট ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুরুল আমীন জানান, সোমবার দুপুরে রিপন নামে এক রোগী হাসপাতালে এসেছিলেন। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ডান পা, দুই হাত, মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন