News71.com
 Bangladesh
 26 May 22, 10:44 AM
 1092           
 0
 26 May 22, 10:44 AM

বঙ্গবন্ধু ছিলেন কবি নজরুলের ভক্ত।।খুলনা বিভাগীয় কমিশনার 

বঙ্গবন্ধু ছিলেন কবি নজরুলের ভক্ত।।খুলনা বিভাগীয় কমিশনার 

নিউজ ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী বুধবার (২৫ মে) সন্ধ্যায় খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসমাইল হোসেন বলেন, সাম্য, মানবতা, প্রেম, প্রকৃতির দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদান অনেক। সৃষ্টিশীল জীবনে তিনি রচনা করেছেন প্রেম, প্রকৃতি বিদ্রোহ ও মানবতার অনবদ্য সব কবিতা, গান, প্রবন্ধ, গল্প উপন্যাস ও অসংখ্য নাটক। কালজয়ী প্রতিভার অধিকারী কবি নজরুল তার লেখনির মাধ্যমে আমাদের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।  তিনি বলেন, কাজী নজরুল আজীবন সাম্যের গান গেয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কবি নজরুলের ভক্ত। মুক্তিযুদ্ধের সময়ে নজরুলের গান ও কবিতা মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন