নিউজ ডেস্কঃ মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ও নিয়মিত মামলার ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসব আসামিদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলার ছয়জন, সিআর মামলায় চারজন ও নিয়মিত মামলার তিন আসামি এবং গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) দিন থেকে শনিবার (২ জুলাই) ভোর পর্যন্ত জেলা সদর ও গাংনী থানার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়। জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এসব গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন। এ সময় গাংনী থানায় বিভিন্ন অভিযোগে পাঁচটি ও সদর থানায় একটি মামলা এফআইআর করা হয়েছে। মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোলরুম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারদের শনিবার (২ জুলাই) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।