News71.com
 Bangladesh
 04 Jul 22, 10:28 AM
 1528           
 0
 04 Jul 22, 10:28 AM

বেনাপোল কাস্টমসের সাড়ে ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়।।

বেনাপোল কাস্টমসের সাড়ে ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়।।

নিউজ ডেস্কঃ বেনাপোল কাস্টমস হাউজে ২০২১-২২ অর্থ বছরে ছয় হাজার ২৪৫ কোটি টাকার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে চার হাজার ৫৯৯ কোটি ৮৮ লাখ টাকা। যা ঘাটতি আছে এক হাজার ৬৪৫ কোটি টাকা।এদিকে সংশোধিত লক্ষ্যমাত্রা পাঁচ হাজার ১৫৮ কোটি টাকার বিপরীতে এই রাজস্ব ঘাটতির পরিমাণ ৫৫৮ কোটি আট লাখ টাকা। এছাড়া বেশ কয়েক বছর ধরে এনবিআরের দেওয়া রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে বেনাপোল কাস্টমস হাউস।

জানা যায়, ২০২১-২২  অর্থবছরে আমদানি পণ্য থেকে এনবিআর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ছয় হাজার ২৪৫ কোটি টাকা। এ হিসাবে রাজস্ব ঘাটতি হচ্ছিল দেড় হাজার কোটির বেশি। তবে বছরের শেষের দিকে রাজস্ব পূরণে শঙ্কা দেখা দেওয়ায় লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করা হয় পাঁচ হাজার ১৫৮ কোটি টাকা। কিন্তু ৩০ জুন বছর শেষে চার হাজার ৫৯৯ কোটি ৮৮ লাখ টাকা আদায়ে ঘাটতি থেকে যায় ৫৫৮ কোটি আট লাখ টাকা।  এর আগে ২০২০-২১ অর্থবছরে কাস্টমসে রাজস্ব ঘাটতি হয়েছিল দুই হাজার ৫৭ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে ঘাটতি হয়েছিল তিন হাজার ৩৯২ কোটি ও ২০১৮-১৯ অর্থবছরে ঘাটতি হয়েছিল এক হাজার ১৪৫ কোটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন