News71.com
 Bangladesh
 05 Jul 22, 07:49 PM
 719           
 0
 05 Jul 22, 07:49 PM

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ-শিশুসহ আটক ২০।।

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ-শিশুসহ আটক ২০।।

নিউজ ডেস্কঃ  ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মাটিলা গ্রাম থেকে ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটকদের মধ্যে পাঁচ পুরুষ, সাত নারী ও আট শিশু রয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এ তথ্য নিশ্চিত করেন। 

আটকরা হলেন- ফরিদপুর জেলার ধোপাকেট গ্রামের সত্য রঞ্জন মণ্ডল (৪৪), পায়েল মণ্ডল (২০), অনামিকা মণ্ডল (২০); বরিশাল জেলার কাফিলা গ্রামের রিপা মৃধা (৩০), আনিছা খাতুন (১২), হামজা ইসলাম (৭), সুখি আক্তার (২৫), নুসরাত জাহান (৬), নাজেয়া খাতুন (৩); ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডুর জোড়াদাহ গ্রামের রত্নারাণী পাল (২৪), শ্যামল কুমার পাল (৩৪), দিপিকা (৮), দুর্জয় পাল (২), চন্দনা রাণী পাল (৩২), শিখা রাণী (১৫), বিজয় পাল (৮), অতুল পাল (৫৫); খুলনা জেলার পারহাজী গ্রামের অহিদুল মৃধা (৩৮), সোহাগী মৃধা (২৮) ও বাগেরহাট জেলার মোল্লারহাট গোলবাড়ী গ্রামের পরিমল বিশ্বাস (৭০)।  তসলিম মো. তারেক জানান, আটক বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন