News71.com
 Bangladesh
 18 Jul 22, 07:49 PM
 1408           
 0
 18 Jul 22, 07:49 PM

কয়রায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত করলেন হাজারও মানুষ।।

কয়রায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত করলেন হাজারও মানুষ।।

নিউজ ডেস্কঃ ঘর-বাড়ি, জমির ফসল, মাছের ঘের রক্ষায় খুলনার কয়রায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত করলেন এলাকাবাসী। সোমবার (১৮ জুলাই) কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে সকালে ভাটি থেকে দুপুরে জোয়ার আসার আগ পর্যন্ত এলাকাবাসী রিংবাঁধের মেরামত শেষ করেছেন।

কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বাংলানিউজকে বলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের প্রায় তিন হাজার মানুষ ভেঙে যাওয়া ৩০০ মিটার বাঁধ হাতে হাত মিলিয়ে প্রাণপণ চেষ্টা করে জোয়ার আসার আগেই মেরামত করেছেন। পানি উন্নয়ন বোর্ড এ কাজে কিছু বস্তা দিয়েছে।   রোববার (১৭ জুলাই) ভোর রাতে কপোতাক্ষ নদের ভাটির টানে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের (১৪/১) বোল্ডারের বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রামের প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ঘর-বাড়িসহ দুই হাজার বিঘা মৎস্য ঘের। রোববার স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের চেষ্টা চালালেও দুপুরে জোয়ারের পানির প্রবল স্রোতে দ্রুত লোকালয়ে পানি প্রবেশ করে। কিন্তু সোমবার তারা বাঁধ মেরামত করতে সক্ষম হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন