News71.com
 Bangladesh
 25 Jul 22, 12:25 PM
 1443           
 0
 25 Jul 22, 12:25 PM

বাসের ধাক্কায় বাইসাইকেল থেকে ছিটকে ব্যবসায়ী নিহত।।

বাসের ধাক্কায় বাইসাইকেল থেকে ছিটকে ব্যবসায়ী নিহত।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ শহরে বাসের ধাক্কায় বাইসাইকেল থেকে ছিটকে পড়ে জহির বিশ্বাস (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জহির বিশ্বাস হরিণাকুণ্ডু উপজেলা শাখারীদহ গ্রামের মৃত দানেশ বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খুচরা মাছ ব্যবসায়ী জহির বিশ্বাস বাইসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে চাকলাপাড়া তসলিম ক্লিনিকে সামনে শহর থেকে পুরাতন হাটখোলাগামী তমা ডিলাক্স নামের একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও এর চালক পলাতক রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন