News71.com
 Bangladesh
 28 Jul 22, 01:39 PM
 1341           
 0
 28 Jul 22, 01:39 PM

মানবতাবিরোধী অপরাধে খুলনার ৬ আসামির মৃত্যুদণ্ড।।

মানবতাবিরোধী অপরাধে খুলনার ৬ আসামির মৃত্যুদণ্ড।।

নিউজ ডেস্কঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার বটিয়াঘাটার ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৮ জুলাই) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেনঃ আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার ও নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম এখনো পলাতক।

এর আগে গত মঙ্গলবার (২৬ জুলাই) আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার (২৮ জুলাই) দিন ধার্য করা হয়। ওইদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন কৌঁসুলি (প্রসিকিউটর) মো. মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি। অন্যদিকে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এইচএম তামিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন