News71.com
 Bangladesh
 04 Aug 22, 06:28 PM
 812           
 0
 04 Aug 22, 06:28 PM

কুষ্টিয়ায় ইজিবাইকচালক হত্যায় একজনের ফাঁসি।। তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় ইজিবাইকচালক হত্যায় একজনের ফাঁসি।। তিনজনের যাবজ্জীবন

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় ইজিবাইক ছিনতাই করে চালক মাসুদ রানাকে গলা কেটে হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড ও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম রাকিবুল ইসলাম রাকিব। তিনি কুষ্টিয়া জেলার উদিবাড়ী কলোনীপাড়ার রবিউল ইসলামের ছেলে। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার টালিপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে শামীম, উদিবাড়ী এলাকার মিজানুর রহমান মিলনের ছেলে তন্ময় ও একই এলাকার কুটি মিয়ার ছেলে শিপলু। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মজমপুর থেকে ত্রিমোহনী যাওয়ার জন্য মাসুদ রানার ইজিবাইকটি ভাড়া করেন শামীম, তন্ময়, শিপলু ও রাকিব। পথে বাড়াদী গ্রামের ভাগারের মাঠে নিয়ে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করলে মাসুদ রানা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার গলায় রশি পেঁচিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন