News71.com
 Bangladesh
 06 Aug 22, 10:59 AM
 514           
 0
 06 Aug 22, 10:59 AM

যশোরে অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ।। জরিমানা

যশোরে অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ।। জরিমানা

নিউজ ডেস্কঃ যশোরে জেলি পুশ করা ২৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২ লাখ টাকা। শুক্রবার (৪ আগস্ট) আরবপুর এলাকায় হাইওয়ে রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাছের ট্রাক থেকে ১৬টি ককসিট ভর্তি চিংড়ি মাছ জব্দ করা হয়। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় ওই মাছ ধ্বংস করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ওই মাছের মালিক মাম্পি অ্যান্ড প্রান্ত ফিস প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাতক্ষীরা কলারোয়া উপজেলার যুগীবাছী গ্রামের রনজিৎ মন্ডলের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. নাজিউর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারেন একটি ট্রাকে জেলি পুশ করা চিংড়ি মাছ সাতক্ষীরা থেকে যশোর হয়ে ঢাকার যাত্রাবাড়ীর দিকে যাচ্ছে। তাৎক্ষণিক তারা আরবপুরে অবস্থান নেন। অভিযানে একটি মাছ ভর্তি ট্রাক তাদের সন্দেহ হয়। পরে তল্লাশি করলে ট্রাকের মধ্যে ১৬টি ককসিটে থাকা চিংড়ি মাছে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। এক পর্যায়ে মালিকপক্ষ তা স্বীকারও করেন। পরে তাদের জরিমানা করা হয় ও সব মাছ ধ্বংস করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন