News71.com
 Bangladesh
 06 Aug 22, 11:44 AM
 460           
 0
 06 Aug 22, 11:44 AM

খুলনার ফিলিং স্টেশনগুলোতে ভিড় জমেছিল বাইকারদের।। 

খুলনার ফিলিং স্টেশনগুলোতে ভিড় জমেছিল বাইকারদের।। 

নিউজ ডেস্কঃ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দিনগত রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। রাত ১০টার দিকে দাম বাড়ানোর খবর শুনেই আগের দামে তেল কিনতে খুলনার ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন বাইকারসহ অন্যান্য গাড়ির চালকরা।  রাত ১১টার দিকে শহরের ও শহরতলীর ফিলিং স্টেশনগুলোতে তেল কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বাইক নিয়ে হাজার হাজার তরুণ
এক ফিলিং স্টেশন থেকে অন্য ফিলিং স্টেশনে ঘুরে বেরিয়েছেন। তবে কাঙ্ক্ষিত তেল পাননি অনেকেই। বেশ কয়েকজন  ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এমন তথ্য মেলে।  ওই সময় নগরের পারহাউজ মোড়ের খুলনা সিটি কর্পোরেশন ফিলিং স্টেশনে তেল কিনতে আসা বাইকার মামুন আলী বাংলানিউজকে বলেন, তেলের দাম বাড়ানো হয়েছে। এজন্য আগের দামে তেল কিনে গাড়ির ট্যাংক ফুল করে রাখতে চেয়েছিলাম। কিন্তু এসে দেখি দীর্ঘ লাইন। ফিলিং স্টেশনে কেউ নেই।  গল্লামারী ফিলিং স্টেশনে তিন শতাধিক  মোটরবাইকের লাইন। তেল নিতে চলে হট্টগোল।  এলাকা ঘিরে রাখে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন