News71.com
 Bangladesh
 28 Aug 22, 10:30 PM
 468           
 0
 28 Aug 22, 10:30 PM

মাগুরায় বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ।। আহত ১০-আটক ৬

মাগুরায় বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ।। আহত ১০-আটক ৬

নিউজ ডেস্কঃ  মাগুরায় জেলা বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘষ হয়েছে। এতে উভয় দলের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এছাড়া ৭টি মোটরসাইকেল, একটি অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে শহরের ভায়না এলাকায় বিএনপির অস্থায়ী কার্যলয়।শনিবার (২৭ আগস্ট) বিকেলে এ হামলা ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে আটক করেছে।

বিকেল ৩টার দিকে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের জন্যে জেলা শহরের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হয় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই সময় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঘটনাস্থল অতিক্রম করতে গেলে সংঘর্ষ বেধে যায়। এ সময় সেখানে ৭টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বিএনপির ওই অস্থায়ী কার্যালয়। আহতদের মধ্যে আমিন (২২), ইভান (২৩), সাব্বির (২৪), ইমনকে (২২), মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ছাত্রলীগের নেতাকর্মী। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। সংঘর্ষ চলাকালে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সদর উপজেলা পরিষদের দু’পাশে ঢাকা-খুলনা ও ঢাকা-ঝিনাইদহ মহাসড়কের দু’পাশে শতশত যানবহন আটকে যায়। বন্ধ হয়ে যায় দোকান পাট। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন