নিউজ ডেস্কঃ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ট্রাক আনলোড করতে বাড়তি চারশ’ টাকা চার্জের দাবি নিয়ে বিরোধে কর্মচারীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন শ্রমিক-কর্মচারী আহত হয়েছেন। এ সংঘর্ষের জেরে সমস্ত ট্রাক লোড-আনলোড বন্ধ রয়েছে। এতে সীমাহীন ট্রাকজটের সৃষ্টি হয়েছে। ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান জানান, ট্রাক প্রতি আনলোড করতে ৮শ টাকা দিতেন ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয় করে আমরা ১ হাজার ২শ টাকা দাবি করেছিলাম। এই দাবিতে কর্মবিরতি পালন করছিলাম।
শনিবার বিকেলে কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে ব্যবসায়ীদের গুদামের শ্রমিকদের দিয়ে ট্রাক লোড-আনলোড করার সময় সাধারণ শ্রমিকরা বাঁধা দেয়। এ নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কর্মচারী ইউনিয়নের সাব্বির হোসেন, শ্রমিক দেলওয়ারসহ তিনজন আহত হয়। ট্রাকপ্রতি আনলোড চার্জ ১ হাজার ২শ টাকা না হলে শ্রমিকরা কাজ করবে না বলে জানান হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের এই নেতা। এ বিষয়ে ভোমরা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন হোসেন জানান, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট নেতাদের সঙ্গে বিকেলে সভা হওয়ার কথা রয়েছে। আশা করছি, সভায় বিষয়টি নিষ্পত্তি হবে।