News71.com
 Bangladesh
 02 Sep 22, 11:45 AM
 450           
 0
 02 Sep 22, 11:45 AM

খুলনায় ৪৮ বিএনপি নেতাকর্মীর নামে চার্জগঠন।।

খুলনায় ৪৮ বিএনপি নেতাকর্মীর নামে চার্জগঠন।।

নিউজ ডেস্কঃ খুলনায় পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান মুরাদসহ ৪৮ জন নেতাকর্মীর নামে চার্জগঠন করেছেন আদালত। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওহিদুজ্জামান শিকদার এই চার্জগঠন করেন।

জানা গেছে, ২০১৭ সালের ১২ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সরকার উচ্ছেদ, কেপিআই এলাকায় ধ্বংসাত্বক কার্যকলাপ ও নাশকতার উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে সোনাডাঙ্গা থানায় মামলা করে পুলিশ। সোনাডাঙ্গা থানা পুলিশের এসআই সজিৎ কুমার বিশ্বাস বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়। ২০১৮ সালে ১৫ অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন সোনাডাঙ্গা থানার এসআই রহিত কুমার বিশ্বাস। এতে বিএনপির সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান মুরাদসহ ৪৮ জনকে চার্জশিটভুক্ত আসামি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন