News71.com
 Bangladesh
 08 Sep 22, 09:29 AM
 771           
 0
 08 Sep 22, 09:29 AM

খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত।।

খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত।।

নিউজ ডেস্কঃ খুলনায় ট্রাকের ধাক্কায় খানজাহান আলী থানার এসআই আব্দুল হক (৫৪) নিহত হয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার সময়ে থানার সামনের আফিল গেট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত এসআই আব্দুল হকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, রাতে বিকেএসপির সামনে টহলের দায়িত্ব পালন করার সময়ে একটি ট্রাক এসআই আব্দুল হককে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে খানজাহান আলী থানায় প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। এছাড়া ট্রাকটিকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন