News71.com
 Bangladesh
 23 Mar 23, 03:50 PM
 356           
 0
 23 Mar 23, 03:50 PM

কয়রায় দুই মণ হরিণের মাংস ফেলে পালাল পাচারকারী

কয়রায় দুই মণ হরিণের মাংস ফেলে পালাল পাচারকারী

 

কয়রা (খুলনা) প্রতিনিধিঃমো:রায়হান সাব্বির আলিফ

খুলনার কয়রা উপজেলায় ৮২ কেজি হরিণের মাংস রাস্তায় ফেলে পালিয়েছে পাচারকারীরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আংটিহারা বেড়িবাঁধ থেকে চার বস্তা হরিণের মাংস জব্দ করে কোস্টগার্ড। এ সময় হরিণের ২০টি পা উদ্ধার করা হয়।


কোস্টগার্ড জানায়, সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আংটিহারা বাঁধে অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।পরে সেখান থেকে ৪টি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০টি পা উদ্ধার করা হয়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন