নিউজ ডেস্কঃ সীমান্ত জেলা সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ আজ শুক্রবার ৪ বোতল মুল্যবান আলোচিত মাদক LSDসহ এক পাতারকারিকে আটক করেছে। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান-২,৪০,০০,০০০/-(দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার দায়ে মোঃ সাহেব আলী(৪৫), পিতা-মৃত মান্দার মোড়ল সাং-কাঁদপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা’কে গ্রেফতার করা হয়েছে। কলারোয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এই সংবাদ নিশ্চিত করেছেন।
ওসি মোহাঃ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন সাতক্ষিরা জেলার চৌকস পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে তার নেতৃত্বে(ওসি) কলারোয়া থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ৪(চার) বোতল LSD(মাদকদ্রব্য) উদ্ধার করে। এঘটনায় জড়িত থাকার দায়ে একজনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।