News71.com
 Bangladesh
 22 Aug 23, 10:33 AM
 593           
 0
 22 Aug 23, 10:33 AM

খুলনায় ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি

খুলনায়  ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় খুলনায় ছাত্রলীগের ছয় নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।সোমবার (২১ আগস্ট) তাদের অব্যাহতি দিয়েছে খুলনা জেলা ছাত্রলীগ।

সংগঠনের খুলনা জেলা সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন- খুলনা জেলা ছাত্রলীগের উপ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. ইরতাজুল গাজী, জেলা সদস্য মওদুদ আহমেদ মিলন, তেরখাদা উপজেলা সহ-সভাপতি রনি ফকির, সাংগঠনিক সম্পাদক এস এম হাসিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা সহ-সভাপতি বিবিএ কাজল ও পাইকগাছা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের স্ব স্ব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন