News71.com
 Bangladesh
 12 Feb 24, 11:30 PM
 643           
 0
 12 Feb 24, 11:30 PM

খুলনার পাইকগাছায় মুখে টেপ ও চোখে সুপারগ্লু লাগিয়ে গৃহবধূকে ধর্ষণ॥

খুলনার পাইকগাছায় মুখে টেপ ও চোখে সুপারগ্লু লাগিয়ে গৃহবধূকে ধর্ষণ॥

 


নিউজ ডেস্কঃ খুলনার পাইকগাছা উপজেলায় বাড়িতে চুরি করতে গিয়ে চোখেমুখে সুপারগ্লু দিয়ে এক গৃহবধূকে (৪৫) ধর্ষণ করেছেন চোর। আজ সোমবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ার পর তাঁকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে নেওয়া হবে। গত রোববার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে কে বা কারা মই দিয়ে ছাদে প্রবেশ করে সিঁড়ির দরজা শাবল দিয়ে ভেঙে গৃহবধূর রুমে ঢোকেন। ওই গৃহবধূর স্বামী ব্যবসার কাজে বাইরে থাকায় ঐ রাতে তিনি একাই বাড়িতে ছিলেন। গৃহবধূকে হাত-পা বেঁধে চোখে সুপারগ্লু আঠা ও মুখে স্কচটেপ লাগিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। এ সময় এক জোড়া স্বর্ণের কানের দুল এবং আনুমানিক ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চোর। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁর স্বামীকে খবর দেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, গৃহবধূকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধর্ষণ করা হয়েছে কি না বা সুপারগ্লু দিয়েছে কি না এখনই বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায় তদন্ত শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন