News71.com
 Bangladesh
 17 Jul 24, 10:59 AM
 274           
 0
 17 Jul 24, 10:59 AM

তিস্তায় ভেসে আসা সিকিমের সাবেক মন্ত্রীর লাশ ভারতের কাছে হস্তান্তর করল বাংলাদেশ॥

তিস্তায় ভেসে আসা সিকিমের সাবেক মন্ত্রীর লাশ ভারতের কাছে হস্তান্তর করল বাংলাদেশ॥

 

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তায় ভেসে আসা ভারতের সিকিম রাজ্যের সাবেক এক মন্ত্রীর অর্ধগলিত মরদেহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে জানান আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী। উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন গ্রামের তিস্তা নদীর চর থেকে সোমবার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। নদীর পানি কমে যাওয়ায় সেটি বালুচরে আটকা পড়েছিল। পরে পুলিশ মরদেহের পরিচয় জানার জন্য দেশের বিভিন্ন থানার পাশাপাশি ভারতের কাছেও বার্তা পাঠায়। মঙ্গলবার ভারতীয় কর্তৃপক্ষ জানায়, মরদেহটি সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী রাম চন্দ্র পৌডিয়ালের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন