News71.com
 Bangladesh
 26 Jul 17, 01:00 AM
 1225           
 0
 26 Jul 17, 01:00 AM

বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি গরু পাচারকারি ।।

বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি গরু পাচারকারি ।।

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে লিটন মিয়া (১৭) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ ভোরে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের ৩০০ গজ অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়। লিটন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে।

সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় কয়েকজন গরু পাচারকারীসহ গরু আনতে ওই সীমান্ত হয়ে ভারতের ভেতরে অনুপ্রবেশ করে লিটন। এসময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও আটক হন লিটন।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বিজিবি লালমনিরহাটস্থ-১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন