News71.com
 Bangladesh
 19 Sep 18, 10:40 AM
 1311           
 0
 19 Sep 18, 10:40 AM

কুড়িগ্রামে পরিত্যক্ত সেচ পাম্প থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পরিত্যক্ত সেচ পাম্প থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

 

নিউজ ডেস্কঃ কুড়িগ্রাম সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকার একটি ধানক্ষেত পাশে পরিত্যক্ত সেচ পাম্প থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কুড়িগ্রাম পৌর এলাকার নাগদারপাড় পূর্ব কল্যাণ গ্রামের শ্রমিক সৈয়দ আলীর ছেলে ও কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জাহাঙ্গীর আলম (১৬) এবং একই ইউনিয়নের ডাকুয়াপাড়া গ্রামের কৃষক জোবেদ আলীর মেয়ে ও বেলগাছা ইউনিয়নের আমিন উদ্দিন দ্বি-মুখী দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী সেলিনা আক্তার (১৪)।


কুড়িগ্রাম সদর থানার ওসি-তদন্ত রওশন কবীর জানায়, গতকাল নিহত দুই জনকে সাইকেলে করে ঘুরতে দেখেছেন অনেকেই। আজ বুধবার সকালে একটি পরিত্যক্ত সেচ পাম্পের কাছে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহ দুটি গলায় ওড়না পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এছাড়া নিহত দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও মনে হচ্ছে। কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মেহেদুল করিম জানান, সুরতহাল রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন