News71.com
 Bangladesh
 19 Oct 18, 12:08 PM
 1379           
 0
 19 Oct 18, 12:08 PM

গাইবান্ধার ফুলছড়িতে কৃষি প্রণোদনার উদ্বোধন

গাইবান্ধার ফুলছড়িতে কৃষি প্রণোদনার উদ্বোধন

নিউজ ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়িতে আজ শুক্রবার ৪ হাজার ২৪০ জন কৃষককে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ শুরু করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কর্মসুচির উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, থানার ওসি বেলাল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু,উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান,২০১৮ থেকে ২০১৯ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় ৪ শত ৫৫ জন কৃষককে সরিষা বীজ,৭শত ৮৫ জন কৃষককে গম বীজ,২ হাজার ৮ শত ৫০ জন কৃষককে ভুট্টা বীজ ও ১৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন মুগডাল বীজসহ ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন