নিউজ ডেস্কঃ আগামীকাল রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রংপুর যাচ্ছেন না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। রংপুর সদর আসনে মহাজোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জেলা ও মহানগর জাপার বেশ কয়েকজন নেতা নিশ্চিত করেছেন ভোটের দিন ঢাকাতেই অবস্থান করবেন এরশাদ। জাপা চেয়ারম্যান এরশাদের পৈত্রিক বাড়ি রংপুর নগরীর নিউ সেনপাড়ায়। সেখানকার শিশু মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিনি। সর্বশেষ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ওই কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ৩ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করতেও রংপুরে আসেননি এরশাদ। তার পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন জাপার মহাসচিব মশিয়ার রহমান রাঙ্গাসহ সিটি মেয়র মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় সিএমএইচে ভর্তি থাকার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।
গুজব ছিলো নির্বাচনের আগে দেশে ফিরবেন না এরশাদ। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। তার পরেই আলোচনা শুরু হয় এরশাদ রংপুরে আসবেন এবং নিজ ভোট কেন্দ্রে ভোট দেবেন। কিন্তু এরশাদের রংপুরে আসার খবর জানাতে পারেনি দলের কোন নেতাই। এ ব্যাপারে জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান এরশাদ রংপুরে আসবেন কিনা তা তার জানা নেই। তবে নাম প্রকাশে অনিশ্চুক জাপার একজন শীর্ষ নেতা জানিয়েছেন এরশাদ শেষ পর্যন্ত ভোট দিতে রংপুরে যাচ্ছেন না। এদিকে এরশাদ রংপুরে না আসলেও তার পক্ষে সর্বশেষ গতবৃহস্পতিবার বিশাল শো ডাউন করেছে মহানগর জাতীয় পার্টি। সিটি মেয়র মোস্তফার নেতৃত্বে ১০ হাজারেরও বেশী নেতা কর্মী এতে অংশ নেন।