News71.com
 Bangladesh
 29 Mar 19, 01:42 PM
 1178           
 0
 29 Mar 19, 01:42 PM

জ্বলতে থাকা ঘরে রাখা ঋনের টাকা উদ্ধার করতে গিয়ে পুড়ে মরলেন এক বৃদ্ধা॥

জ্বলতে থাকা ঘরে রাখা ঋনের টাকা উদ্ধার করতে গিয়ে পুড়ে মরলেন এক বৃদ্ধা॥

নিউজ ডেস্ক: পঞ্চগড়ের আটোয়ারীতে চুলার আগুনে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের ১৫ টি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় জ্বলন্ত ঘরে রক্ষিত এনজিও থেকে ঋণ নেয়া ৫০ হাজার টাকা আনতে গিয়ে রহিমা খাতুন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।আজ শুক্রবার দুপুরে জেলার আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন ওই এলাকার বিশু মোহাম্মদের স্ত্রী।স্থানীয়রা জানায়, দুপুরে ছোটদাপ এলাকার বিশু মোহাম্মদের ছেলে জুয়েল ইসলামের বাড়ির রান্না ঘরের চুলা থেকে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই পাশাপাশি থাকা সবার ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পঞ্চগড় ও বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ৭ টি পরিবারের ১৫ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।এদিকে জ্বলন্ত আগুনের মধ্যেই ঘরে রক্ষিত আশা এনজিও থেকে নেয়া ঋণের ৫০ হাজার টাকা বের করতে গিয়ে পুড়ে মারা যান বৃদ্ধা রহিমা খাতুন। গত বৃহস্পতিবার এনজিও আশার আটোয়ারী শাখা থেকে ওই ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন ওই বৃদ্ধা। ঋণের টাকা বাঁচাতে গিয়ে নিজেই আগুনে দগ্ধ হয়ে মারা যান তিনি।

ঘটনার পর পরই জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও আটোয়ারী থানার ওসি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৬ হাজার টাকা, ২ বান্ডিল ঢেউটিন, ৩০ কেজি চাল, শুকনো খাবার ও ৫ টি করে কম্বল বিতরণ করাসহ নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। রান্না ঘরের চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এর মধ্যে আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মোট ৭ টি পরিবারের ১৫ টি ঘর আগুনে পুড়ে গেছে। তাদের প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে নষ্ট হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন