News71.com
 Bangladesh
 15 Apr 19, 01:02 PM
 1177           
 0
 15 Apr 19, 01:02 PM

হরিপুর সীমান্তে নববর্ষে দুই বাংলার মানুষের মিলনমেলা॥  

হরিপুর সীমান্তে নববর্ষে দুই বাংলার মানুষের মিলনমেলা॥   

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তে নববর্ষ উপলক্ষে দুই বাংলার হাজার হাজার মানুষের মিলনমেলা বসেছিল। ঠাকুরগাঁও বিজিবি ৩০ ব্যাটালিয়নের অধীনে হরিপুর উপজেলার কারীগাঁও মলানী, ডাববী, বেতনা, বুজরুক, হরিপুর এবং ভারতের শ্রীপুর, নারগাঁও, ফুলবাড়ী, কাতারগঞ্জ ও বোররা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার এপার-ওপার আজ সোমবার সকাল ১১ টা থেকে হাজার হাজার মানুষ সমবেত হতে থাকে। এবার দুই বাংলায় পয়লা বৈশাখ একদিন আগে পরে হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছর দু’দেশের হাজার হাজার মানুষ তাদের স্বজনদের সঙ্গে দেখা করার জন্য হরিপুর উপজেলার ৩৬৬, ৩৬৭, ৩৬৮, ৩৬৯, ৩৭০, ৩৭১, ৩৭২ ও ৩৬২ নম্বর পিলার এলাকায় ভিড় জমায়। দেখা ও কথা না হওয়া পর্যন্ত কাঁটাতারের দু’পারেই দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকা দু’দেশের স্বজনরা। এবার আজ সোমবার ১৫ এপ্রিল সকালে কাঁটাতারের দু’পারেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাজার হাজার মানুষকে। কাঁটাতারের গেট না খুললেও বিএসএফ’র উপস্থিতিতে দু’পাশে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে দেখা ও কথা হয়।

আদান-প্রদান করা হয় নানা রকমের খাদ্যসামগ্রী। স্বজনদের সঙ্গে দেখা করতে আসা নাগর নদীর পাড়ে কথা হয় জেলা সদর থেকে আসা দানেস, সংগিতা রানী, দিনাজপুরের মিলন, শিলারানী, রমেস, শ্রীকান্ত, নীলফামারী জেলার বিমল, নারায়ণ, সুদীপ, আঁখিরানী পঞ্জগড়ের সুভাস জিতেন গোবিন্দগঞ্জের তমাবসাক, তনুরানী পীরগঞ্জের আলীম, মমিনার সঙ্গে কথা হয় তারা জানান, ভারতে বসবাসরত আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্যই তারা বাংলা নববর্ষের দিন নাগর নদীর পাহাড়ে আসেন। এই দিনটির জন্য প্রতিবছর তারা অপেক্ষা করেন বলেও জানান। এই বিষয়ই হরিপুর থানার অফিসার ইনচার্য আমিরুজ্জামান বলেন, বাংলা নববর্ষে নাগর নদীর মানুষ মেলায় আইন-শৃঙ্খলার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় মেলাটি সুনামের সঙ্গে প্রতিবছরই বসে থাকে তাই অন্যান্য বারের মতো এবারেও কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই মেলা শেষ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন