নিউজ ডেস্কঃ স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তারা ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে চরাঞ্চলসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায়। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বানভাসি মানুষের পাশে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সচেতন মহল।গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো দুর্ভোগ কাটেনি।
মানুষের বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শুকনো খাবারের সংকট রয়েছে বিভিন্ন এলাকায়। সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সাধ্যমত ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। এভাবে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, কিছু এনজিও'র থেকে এক কেজি চাল, মুড়ি দেওয়া হচ্ছে।জেলা প্রশাসনের তথ্য মতে, গাইবান্ধার সাত উপজেলার প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত বন্যার্তদের মাঝে ১ হাজার ৪৫০ মেট্রিকটন চাল ও ২৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।