News71.com
 Bangladesh
 28 Aug 19, 07:16 PM
 967           
 0
 28 Aug 19, 07:16 PM

কুড়িগ্রামে মাথায় রিভলবার ঠেকিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা ।।

কুড়িগ্রামে মাথায় রিভলবার ঠেকিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা ।।

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিজের সার্ভিস রিভলবার দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা পৌনে তিনটায় শহরের হাটিরপাড় এলাকায় তাঁর নেওয়া ভাড়া বাড়িতে ওই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই এসআই-এর নাম সেলিম জাহাঙ্গীর (৩৮)। তিনি কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গুলি করার সময় তাঁর মা-বাবা ও স্ত্রী বাসায় ছিলেন বলে পুলিশ জানিয়েছে। জাহাঙ্গীর দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা শহরের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ২০০৭ সালে কনস্টেবল পদে পুলিশে যোগদান করেন। কুড়িগ্রামে তিনি চার বছর ধরে কর্মরত ছিলেন। তাঁর আত্মহত্যার কারণ এখনো জানতে পারেনি পুলিশ। যে সরকারি রিভলবার দিয়ে গুলি করা হয় তা জাহাঙ্গীরের নামে নিবন্ধিত। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর রহমান সরদার বলেন, ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ডান কানের ওপর গুলির চিহ্ন পাওয়া গেছে। কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, জাহাঙ্গীর মাথায় রিভলবার ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। তদন্তের মাধ্যমে আত্মহত্যার কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন