নিউজ ডেস্কঃ হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগকে প্রার্থী না দিয়ে জোটগত নির্বাচনে সহায়তা করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। আজ শনিবার দুপুরে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম (চল্লিশা) ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান। এ সময় রাঙ্গা আরও বলেন, একাদশ সংসদ নির্বাচনে আমরা (জাতীয় পার্টি ও আওয়ামী লীগ) জোটবদ্ধ থেকে নির্বাচন করেছি। আশা করি রংপুর-৩ আসনের উপনির্বাচনও জোটগতভাবে হবে। এ আসনটি এরশাদের। এই আসন থেকে তিনি সব সময় বেশি ভোটে নির্বাচিত হয়েছিলেন। তাই স্যারের (এরশাদ) স্মৃতিবিজড়িত আসনটি রক্ষার দায়িত্ব জাতীয় পার্টির সবার। তিনি আরও বলেন, এই আসনটি জাতীয় পার্টির চেয়ারম্যানের। তাই সরকারের কাছে, আওয়ামী লীগের কাছে আমরা আশা করি, এখানে প্রার্থী না দিয়ে আওয়ামী লীগ আমাদের সহায়তা করবে। এটা জনগণের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ সময় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ সেখানে উপস্থিত থাকলেও কোনো মন্তব্য করেননি। এদিকে এরশাদের সমাধিস্থল পল্লী নিবাসে আয়োজিত চেহলাম ও দোয়া মাহফিলে যোগ দেন এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এর আগে দুপুরে সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করেন দলীয় নেতা-কর্মীরা। উল্লেখ্য, গত ১৪ জুলাই সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।