News71.com
 Bangladesh
 24 Sep 19, 07:18 PM
 980           
 0
 24 Sep 19, 07:18 PM

রংপুরে পিডিবি’র শত কোটি টাকার মালামাল লাখ টাকায় বিক্রি॥

রংপুরে পিডিবি’র শত কোটি টাকার মালামাল লাখ টাকায় বিক্রি॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রংপুর ডিভিশন-৩ অফিস থেকে কোনো প্রকার টেন্ডার (দরপত্র আহ্বান) ছাড়াই প্রায় একশত কোটি টাকার বৈদ্যুতিক মালামাল মাত্র ১৭ লাখ টাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন পিডিবির রংপুর ডিভিশনের প্রধান প্রকৌশলী। তার দাবি, দরপত্র আহ্বান করা না হলেও সাতজনের একটি কমিটি করে এসব মালামাল বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর খামারস্থ পিডিবি ডিভিশন-৩ অফিসে গিয়ে জানা যায়, গত দুই দিনে ৩০-৩৫টি ট্রান্সফরমারসহ বেশ কিছু মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল রাতের আঁধারে ট্রাকে করে অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ২০ কোটি টাকা হবে বলে দাবি করছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা।

নাম না প্রকাশে শর্তে একাধিক কর্মচারী সাংবাদিকেদর বলেন, ‘সোমবার দিনভর ট্রাক লোড করে কোনো ধরনের পরিমাপ ছাড়াই ট্রান্সফরমারসহ বেশি কিছু মালামাল বাইরে সরিয়ে নেয়া হয়েছে। কোনো রকম টেন্ডার ছাড়াই এসব মালামাল পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে। পিডিবি ডিভিশন-৩ থেকে যে সব মালামাল বিক্রি করা হয়েছে এসবের আনুমানিক মূল্য একশত কোটি টাকা হবে। অথচ মালামাল টেন্ডার ছাড়াই মাত্র ১৬ লাখ ৮২ হাজার টাকায় বিক্রি হয়েছে।’ এটি নতুন কোন ঘটনা নয় বলেও দাবি করেন ওই কর্মচারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন