নিউজ ডেস্কঃ রংপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর। এই আসনে বিএনপির প্রার্থী রিটা রহমান। তিনি বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান ছিলেন। উপনির্বাচনে ধানের শীর্ষ প্রতীক পেয়ে নিজের দলকে বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন তিনি। নির্বাচনের আর ৭ দিন বাকি থাকলেও এখন পর্যন্ত রিটা রহমানের পক্ষে প্রচারণায় অংশ নেননি বিএনপির কোনও কেন্দ্রীয় নেতা। উপরন্তু নির্বাচনের প্রধান সমন্বয়কারী দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গত ১০ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
রংপুর বিভাগ ও জেলা বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, এই নির্বাচন নিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের আগ্রহ কম। তাদের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নির্বাচনি প্রচারণায় শুরু। কিন্তু নির্বাচনি প্রচারণার ১২ দিন পার হয়ে গেলেও ঢাকা থেকে কেন্দ্রীয় কোনও নেতা রংপুরে যাননি। এর ফলে নির্বাচন নিয়ে স্থানীয় নেতাদেরও আগ্রহ নেই। তবে, আগামী ৩০ সেপ্টেম্বর প্রচারণায় অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রংপুরে যাওয়ার কথা রয়েছে। রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান সামু বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আমাদের প্রচারণায় অংশ নিতে বলা হয়েছে, আমরাও অংশ নিচ্ছি। এর বাইরে আমাদের প্রতি আর কোনও নির্দেশনা নেই। এখন পর্যন্ত ঢাকা থেকে কেউ প্রচারণায় অংশ নিতে আসেননি।’