News71.com
 Bangladesh
 29 Sep 19, 07:33 PM
 900           
 0
 29 Sep 19, 07:33 PM

৪র্থ শ্রেণির ছাত্রীর সাথে যুবকের বিয়ে, এলাকায় তোলপাড় !!

৪র্থ শ্রেণির ছাত্রীর সাথে যুবকের বিয়ে, এলাকায় তোলপাড় !!

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জেসমিন আক্তার জেমি নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ২৫ বছরের যুবকের সঙ্গে ১২ বছরের কিশোরীর বিয়ের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সোনারায় ইউপির কাজী শাহ আলমের সহকারী আ. মতিন মিয়া বাবলু উপস্থিত থেকে এ বাল্যবিয়ে সম্পন্ন করেন। কনে জেসমিন আক্তার জেমি উপজেলার সোনারায় ইউপির ফতেখাঁ গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। সে শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। আর পাত্র খায়রুজ্জামান মিয়া একই ইউপির বলরাম গ্রামের খুজিয়া শেখের ছেলে। আ. মতিন বাবলু কাজী একই ইউনিয়নের পূর্ববৈদ্যনাথ গ্রামের মৃত আ. খালেক মিয়া মুন্সির ছেলে। জেসমিন আক্তার জেমি যে চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত বিষয়টি নিশ্চিত করে শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন বলেন, বাচ্চাটি সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর ক্লাসে উপস্থিত ছিল। এরপর খোঁজ নিয়ে দেখি পারিবারিকভাবে তার বিয়ে হয়েছে। বিয়ের বিষয়টি কাজী শাহ আলম অস্বীকার করে বলেন, তার বয়স কম হওয়ায় আমি রেজিস্ট্রি করিনি। আমি সহকারী কাজীকে নিষেধ করেছি যেন বিয়ে রেজিস্টার না করেন। সহযোগী কাজী আ. মতিন বাবলু বাল্যবিয়ের বিষয়টি অস্বীকার করে জানান, আমি মূল কাজীর নির্দেশনা অনুযায়ী চলে এসেছি। তারা পরে বিয়ে দিয়েছে কি না আমার জানা নেই। সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বলেন, বাল্যবিয়ের বিষয়টি আমার জানা নেই। ইউএনও মো. সোলেমান আলী বলেন, কোথায় বিয়ে হয়েছে আমার জানা নেই। যদি কোথাও বিয়ে হয়ে থাকে, আর যদি সেটা বাল্যবিয়ে প্রমাণিত হয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন